ক্রীড়া দপ্তরের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত


newsagartala24.com Images

আগরতলা, Mar 23, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


রক্তদান জীবন দান, এক ফোটা রক্তে একজন মুমূর্ষ রোগীর জীবন ফিরে পাওয়া যায়। রবিবার উমাকান্ত একাডেমী মুক্ত মঞ্চে পশ্চিম ত্রিপুরা জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রবিবার সকালে মেগা রক্তদান শিবিরের আয়োজন করে। ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের হাত দিয়ে এই শিবিরের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন ক্রীড়া অধিকর্তা সতীব্রত নাথ, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, তিন উপ-অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্য্য, বিপ্লব কুমার দত্ত,

দিলীপ দেবনাথ, সহ অধিকর্তা শান্তনু সূত্রধর, বিশিষ্ট্য চিকিৎসক ভূপপতি রিয়াং সহ অনেকে। ক্রীড়া মন্ত্রী বলেন, দূষিত রক্ত শরীরের পক্ষে ক্ষতি করে, রক্ত সঞ্চলনে ব্যাঘাত ঘটায়। ছয় মাস পর পর ১৮ থেকে ৬০ বছরের পুরুষ বা মহিলারা স্বইচ্ছায় রক্ত দান করতে পারেন। এদিন বেশ কয়েক জন শারীর শিক্ষক, সকারী কোচ ও অন্যান্য যুবকরা মিলে মত ২৭ জন সতস্ফূর্ত ভাবে রক্ত দান করেন। এই রক্ত দুর্ঘটনাগ্রস্ত বা অসুস্থ্য ক্রীড়াবিদদের কল্যানে তাঁদের সুস্থ্যতার জন্য কাজে লাগবে। প্রতিটি জেলায় এই কর্মসূচি গ্রহন করার আবেদন জানিয়েছেন মাননীয় ক্রীড়া মন্ত্রী।সব শেষে রক্তদাতা ও এই শিবিরে সযোগীতাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পশ্চিম জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিক শান্তনু সূত্রধর ও পঃ জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব মদন বানিক।