খেলাধুলায় মনোনিবেশ ঘটানোর আহ্বান যুবকদের কাছে রাখলেন অর্থমন্ত্রী


newsagartala24.com Images

আগরতলা, Jan 07, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


খেলাধুলায় নিজেদেরকে মনোনিবেশ ঘটানোর আহ্বান যুবকদের কাছে রাখলেন অর্থমন্ত্রী।।।।
৩১ আর কে পুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে রঞ্জিত সিংহ রায় স্মৃতি প্রাইজমানি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়েছে উদয়পুর রমেশ স্কুল ময়দানে । মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধনী ম্যাচের শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন , বিধায়ক অভিষেক দেবরায়, জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, জেলার যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা, পৌর চেয়ারম্যান ও আর কে পুর মন্ডলের যুব মোর্চার সভাপতি সহ প্রমূখ । উদ্বোধনের শেষে রঞ্জিত সিংহ রায়ের প্রতিকৃতিতে পুস্পার্গ অর্পণ ও দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ সকল অতিথিরা ।

পরে গোমতী মোটরস ও নবারুণ ক্লাবের ক্রিকেটারদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। পরে ক্রিকেট মাঠেই ব্যাট হাতে ভারপ্রাপ্ত জেলা সভাধিপতির বলে বাউন্ডারিতে চার মেরে ম্যাচের শুভ সূচনা করেন অর্থমন্ত্রী । এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী বলেন , খেলাধুলা হচ্ছে শরীর ও মনকে সুস্থ রাখে । তাই শরীরকে সুস্থ রাখতে গেলে খেলাধুলা খুবই প্রয়োজন । খেলাধুলা মধ্য দিয়ে হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থাকা যায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশের যুব সমাজকে ক্রিড়া-কলাপের মধ্য দিয়ে তৈরি করতে হবে । সেদিকে লক্ষ্য রেখে কাজ করছেন প্রধানমন্ত্রী ।‌ অন্যদিকে খেলাধুলার দিক থেকে গোটা রাজ্যের সাথে উদয়পুরেও বিভিন্ন খেলার খেলোয়াররা রাজ্যের নাম উজ্জ্বল করেছে । বিগত দিনে উদয়পুর রমেশ স্কুলের ‌ এই ময়দান খানাখন্দে পরিণত ছিল। এর ফলে খেলাধুলা অনেকটাই কমে গিয়েছিল এই ময়দানে ‌ । কিন্তু ধীরে ধীরে উদয়পুর পৌর পরিষদ থেকে শুরু করে রাজ্য সরকারের সহযোগিতায় এই ময়দানকে খেলার উপযুক্ত ময়দান হিসেবে তৈরি করা হচ্ছে । যা বর্তমানে ক্রিকেটের জন্য এক উপযুক্ত ময়দান হিসেবে তৈরি হয়েছে। এদিন মন্ত্রী বলেন উদয়পুরের আর কে পুর যুব মোর্চার উদ্যোগে যে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে তাতে ৩২ টি দল অংশগ্রহণ করে । তাদের মধ্যে যে দল বিজয়ী ঘোষণা হবে সেই দলকে পুরস্কার হিসেবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে। সেই সাথে রানার্স দলকে দেওয়া হবে ৮০ হাজার টাকা । এদিন উদ্বোধনী ম্যাচে নবারুণ ক্লাব টসে জিতে ব্যাটিং করে । গোটা ক্রিকেট কে কেন্দ্র করে রমেশ স্কুল ময়দানে ক্রিকেটপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল সারা জাগানো ।