গুয়াহাটিতে ইস্ট জোন ভার্সিটি ফুটবল শুরু ১৩ ডিসেম্বর


newsagartala24.com Images

আগরতলা, Dec 11, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


গুয়াহাটিতে ইস্ট জোন ভার্সিটি ফুটবল
ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল যাচ্ছে আজ
 ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর থেকে। ৫ দিনব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে ১৭ ডিসেম্বর। এবার ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে গুয়াহাটির রয়েল গ্লোবাল ইউনিভার্সিটি। এতে অংশ নিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ফুটবল টিম ঘোষণা করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করে পাশাপাশি কোচ ও ম্যানেজারের নামও ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল আগামীকাল গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হচ্ছে। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১২ দিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে আগত ফুটবলারদের থেকে নির্বাচক মন্ডলী ২১ সদস্যের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল ঘোষণা করেছেন। বলা বাহুল্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ফুটবল দলে রাজ্যের বিভিন্ন কলেজ যেমন রাম ঠাকুর কলেজ, ফটিকরায়ের আম্বেদকর কলেজ, বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র মহাবিদ্যালয়, সোনামুড়ায় কাজী নজরুল মহাবিদ্যালয়, খোয়াইয়ের দশরথ দেব মেমোরিয়াল কলেজ, কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় এবং আগরতলার হলিক্রস কলেজ এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা রয়েছেন।


ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দলের খেলোয়ারা হলো:  নেই তিনথোয়ামা ডারলং, সাগর হালাম, ব্র্যান্ডো মলসই রিয়াং, এলেক্স  ডারলং, মৌসামলং লরিনিয়াম, তাচা ডয়ন, ডেইসা রাম রিয়াং কালবেরি সি ডারলং, (অধিনায়ক), প্রিয় জিৎ দেবনাথ, কাইথিয়েনগৌ কুকি, জয়ফুল ডারলং, সুজল দাস, শক্তি ত্রিপুরা, রাহুল রাই রিয়াং, সঞ্জীব শীল, ইমরান হোসেন, কাঁচাং দেববর্মা, নাকফাং দেববর্মা, তুষার রায়, ইমানুয়েল দেববর্মা, অনন্ত রিয়াং। কোচ মধুমানিক লোধ, ম্যানেজার ড. গজেন্দ্র ভাদকারিয়া। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ফুটবল দল আগামীকাল গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হবে এবং টুর্নামেন্ট শেষে ফিরবে। ত্রিপুরা ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ডের সেক্রেটারি ড. প্রশান্ত কুমার দাস এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।