গুয়াহাটিতে প্রধানমন্ত্রী মোদীর সভাস্থল ও ব্যবস্থাবলি পর্যালোচনা মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের
Agartala, Feb 03, 2024, ওয়েব ডেস্ক থেকে
গুয়াহাটি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র্ৰ মোদীর সভাস্থল এবং কইনাধরায় রাজ্য অতিথিশালায় যাবতীয় ব্যবস্থাবলি পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। আর কিছুক্ষণ পর ৭:৩০ মিনিটে গুয়াহাটির বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী।
আজ রাতে কইনাধরায় রাজ্য অতিথিশালায় বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। আগামীকাল সকালে গুয়াহাটির খানাপাড়ায় খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে আয়োজিত সমাবেশ মঞ্চ থেকে ভার্চুয়ালি মোট ১১,৫৯৯ কোটি টাকার বেশ কয়েকটি প্ৰকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে প্রায় দুই লক্ষ জনতার সামনে ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের আগে আজ বিকেলে খানাপাড়ায় সভাস্থলে নিরাপত্তা সহ যাবতীয় ব্যবস্থাবলি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব পবনকুমার বড়ঠাকুর, ডিজিপি জিপি সিং, স্পেশাল ডিজিপি হরমিত সিং, স্পেশাল ব্ৰাঞ্চের এডিজিপি হিরেনচন্দ্র নাথ, গুয়াহাটি মেট্রো পুলিশ কমিশনার দিগন্ত বরা সহ রাজ্যের সাধারণ ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।