গুরুত্বপূর্ণ জয় পেয়েছে টাউন ক্লাব


newsagartala24.com Images

আগরতলা, Sep 16, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


গুরুত্বপূর্ণ জয়ে অবনমন রেহাই টাউনের সুপার ফোর অনিশ্চিত ত্রিবেণী সংঘের।
গুরুত্বপূর্ণ জয় পেয়েছে টাউন ক্লাব। হারিয়েছে সুপার ফোরের দাবিদার ত্রিবেণী সংঘকে। দুর্দান্ত এই জয়ের সুবাদে টাউন ক্লাব অবনমিত না হওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান আরও কিছুটা মজবুত করে নিয়েছে। অপরদিকে ত্রিবেণী সংঘ আজ, শনিবার ভাইটাল ম্যাচে পরাজয়ের কারণে সুপার ফোরের ট্র্যাক থেকে অনেকটাই সরে যেতে বাধ্য হয়েছে। সুপার ফোরে খেলার ছাড়পত্র আদৌ পাবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। ন্যূনতম গোলে দুর্দান্ত জয় টাউন ক্লাবের পক্ষে এই মরশুমে মাঠে খেলে প্রথম জয় বলা চলে।

 

এর আগে ফ্রেন্ডস ইউনিয়নের ছেলেরা অনিবার্য কারণে মাঠে উপস্থিত থাকতে পারেনি বলে টাউন ক্লাব ওয়াকওভার হিসেবে তিন পয়েন্টের পাশাপাশি ২টো গোলও পেয়েছিল। ‌ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের ২৫ তম ম্যাচে আজ শনিবার টাউন ক্লাব এক-শূন্য গোলের ব্যবধানে ত্রিবেণী সংঘকে পরাজিত করেছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে খেলার ৩৮ মিনিটের মাথায় প্রণব সরকারের গোলে টাউন ক্লাব ১-০ তে লিড নেয়।

 

ত্রিবেণী সংঘের ছেলেরা গোলটি শোধ করার লক্ষ্যে যথেষ্ট আক্রমণমুখী হয়ে উঠলেও কার্যত প্রথমার্ধে মত দ্বিতীয়ার্ধেও গোলটি পরিশোধের কোনও ফুরসৎ পায়নি। শেষ পর্যন্ত প্রনবের গোলটিই জয়সূচক গোলের স্বীকৃতি পায়। উপরন্ত খেলায় অসদাচরনের দায়ে দুই অর্ধে দুই দলের চার জনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় রেফারি আদিত্য দেববর্মা প্রথমার্ধের খেলা চালিয়ে হঠাৎ স্বাস্থ্যজনিত কারণে দ্বিতীয়ার্ধের দায়িত্ব পল্লব চক্রবর্তীর হাতে দিতে হয়। এছাড়া, ম্যাচ পরিচালনায় ছিলেন বিপ্লব সিংহ, লিটন সাহা ও সুকান্ত দত্ত। দিনের খেলা:  ফরওয়ার্ড ক্লাব ও রামকৃষ্ণ ক্লাব, বিকেল তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।