গোলকগঞ্জে বোনের বাড়ি এসে মৃত্যু জনৈক বাংলাদেশি নাগরিকের
Agartala, Nov 16, 2023, ওয়েব ডেস্ক থেকে
গোলকগঞ্জ (অসম), ১৫ নভেম্বর : ধবড়ি জেলার অন্তর্গত গোলকগঞ্জে বোনের বাড়ি বেড়াতেে এসে মৃত্যু হয়েছে জনৈক বাংলাদেশি নাগরিকের। নিহত ব্যক্তিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কুড়িগ্ৰাম (বাংলাদেশ) জেলার অন্তৰ্গত কসাকাটার বাসিন্দা আমজাদ হুসেন সরকার বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, বৈধ ভিজা নিয়ে গত অক্টোবর মাসের ২০ তারিখ পশ্চিমবঙ্গের চেংড়াবান্ধা সীমান্ত দিয়ে গোলোকগঞ্জের উত্তর টোকরেরছড়া প্ৰথম খণ্ড গ্রামে তাঁর খুড়তুতো বোন কদভানু বিবির বাড়ি বেড়াতে এসেছিলেন আমজাদ হুসেন সরকার।
মৃত আমজাদ হুসেনের বাবা প্রয়াত মকশেদ আলি এবং কদভানু বিবির বাবা প্রয়াত আবুল হুসেন দুই ভাই ছিলেন। দুজনের জন্ম হয়েছিল অবিভক্ত ভারতের গোলকগঞ্জের উত্তর টোকরেরছড়ায়। কিন্তু ১৯৪৭ সালে দেশ বিভাজনের পর মৃত আমজাদ হুসেনের বাবা মকশেদ আলি (প্রয়াত) চলে যান পূর্ব পাকিস্তানে। সে থেকে নাড়ির টানে দুই পরিবারের সদস্যরা অসম (ভারত)-এর উত্তর টোকরেরছড়া এবং কসাকাটা (বাংলাদেশ)-য় যাতায়াত করেন।
সেই সুবাদে গত অক্টোবর মাসের ২০ তারিখ বৈধ ভিজায় পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত চেংড়াবান্ধা দিয়ে এ-দেশে প্ৰবেশ করে ওই দিনই ধুবড়ি জেলার গোলকগঞ্জ থানার অন্তৰ্গত উত্তর টোকরেরছড়া প্ৰথম খণ্ডে খুড়তুতো বোনের বাড়ি এসেছিলেন আমজাদ হুসেন সরকার। কিন্তু গত মঙ্গলবার রাত প্রায় ৯-টা নাগাদ হঠাৎ অসুস্থতা বোধ করেন বাংলাদেশি নাগরিক আমজাদ হুসেন। সঙ্গে সঙ্গে তাঁকে গোলোকগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ডাক্তারের উদ্ধৃতি দিয়ে বোনের বাড়ির সদস্যরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আমজাদ হুসেন সরকার।
ইত্যবসরে গোলকগঞ্জ থানার পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমজাদ হুসেন সরকারের মৃতদেহ ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এদিকে প্রয়াত আমজাদ হুসেন সরকারের মৃতদেহ বাংলাদেশে তাঁর স্বগৃহে পাঠাতে ধুবড়ি জেলা প্ৰশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করছে বলে জানা গেছে।