গ্যাংটক এ অষ্টম যুব উৎসবের উদ্বোধন করলেন রাজ্যপাল,অংশগ্রহণ করলেন ত্রিপুরার খেলোয়াররা।


newsagartala24.com Images

আগরতলা, Mar 17, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


 অষ্টম  উত্তর পূর্বাঞ্চলীয় যুব উৎসবের উদ্ভোধন হলো সোমবার গ্যাংটকে। যুব উৎসবের উদ্ভোধন করলেন গ্যাংটকের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর। সঙ্গে ছিলেন আয়োজক কমিটির অন্যান্য কর্মকর্তারাও। এই যুব উৎসবে বরাবরের মতো এবার ও ত্রিপুরার ছেলে মেয়েরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনের লক্ষ্যে বর্তমানে গ্যাংটক রয়েছে।কালারফুল উদ্ভোধন হলো এদিন। প্রতিটি রাজ্যই নিজেদের সংস্কৃতি তুলে ধরলো উদ্ভোধনীতে। ত্রিপুরার শিল্পীরা ও তুলে ধরলেন নিজেদের সংস্কৃতি।   ২০ মার্চ পর্যন্ত চলবে এই যুব উৎসব।  ত্রিপুরা থেকে  পুরুষ বিভাগে ৪৭ ও মহিলা বিভাগে  ৪৪ এবং ৪জন অফিসিয়াল অংশগ্রহণ করে এই যুব উৎসবে।