গ্যাংটকে চলতি যুব উৎসবে রক ক্লাইমবিংয়ে দুর্দান্ত পারফরমেন্স ত্রিপুরার খেলোয়ারদের


newsagartala24.com Images

আগরতলা, Mar 19, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


গ্যাংটকে চলতি যুব উৎসবে রক ক্লাইমবিংয়ে দুর্দান্ত পারফরমেন্স ত্রিপুরার খেলোয়ারদের দুঃসাহসিক ক্রীড়া। রক ক্লাইম্বিং, রেপলিং এ রাজ্যের যুবক যুবতীরা গ্যাংটকে বেশ উৎসাহ নিয়েই অংশগ্রহণ করলো। ত্রিপুরার ৪ জন যুবক ও ৬ জন যুবতী সকলের নজর কারে এই রেপলিং ও রক ক্লাইমিংয়ে।
বুধবার সিকিমের সেলেব ট্যাঙ্ক এর রকে এই এডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠিত হয়।যুব উৎসবের অঙ্গ হিসেবেই এদিন পূর্বোত্তরের আট রাজ্যের ৫৮ জন যুবক যুবতী সারাদিন ব্যাপী এই ক্রীড়ায় অংশ নেয়।গোটা দলের সঙ্গে ইন্সট্রাক্টর হিসেবে ছিলেন প্রণব অখন্ড ও সিকিমের কুঞ্জ ভাটিয়া। রক ল্যান্ডিং ও রেপ্লিংয়ের পর আয়োজকদের তরফে প্রত্যেককে স্মারক দিয়ে অভিবাদন জানানো হয়। এই স্মারক দেওয়া হল ইনস্ট্রাকটর প্রণব অখন্ড সহ ত্রিপুরা রাজ্যের নোডাল অফিসার রমেন্দ্র রিয়াংকে ও।