.চন্দ্রপুরে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছিল মৌমিতা শীলের গাড়ির মালিক হেফাজতে


newsagartala24.com Images

আগরতলা, Jan 27, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


.চন্দ্রপুরে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছিল মৌমিতা শীলের। ওই ঘটনার তদন্তে নেমে গাড়ি সহ চালক তথা মালিককে শনাক্ত করে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি দশমীঘাটে অসুস্থ বড় বোনের ছেলেকে দেখে স্কুটিতে বাড়ি ফেরার পথে চন্দ্রপুরে বাস ডিপোর সামনে দুর্ঘটনার কবলে পড়ে মৌমিতা শীল সহ তাঁর সাথে থাকা বাবা প্রদীপ শীল ও মা সুজাতা শীল।

উল্টোদিক থেকে একটি স্করপিও গাড়ি স্কুটিতে ধাক্কা দেয়। এতে গুরুতরভাবে আহত হন মৌমিতা ও তাঁর মাতা পিতা। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৌমিতা মারা যায়। অন্যদিকে তাঁর মাতা পিতা জিবিপি হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসারত। পূর্ব আগরতলা থানার ওসি রাণা চাটার্জি জানিয়েছেন, ২৫ জানুয়ারি রাতে দুর্ঘটনার পর ঘাতক গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। পূর্ব আগরতলা থানার পুলিশ তদন্তে নেমে গাড়ি সহ গাড়ির মালিককে হেফাজতে নিতে সক্ষম হয়েছে। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হবে। গাড়ির মালিক মন্তোষ দেব জয়নগরের বাসিন্দা বলেও জানিয়েছেন তিনি।