চিনে ঢুকতে দেওয়া হল না অরুণাচলের তিন অ্যাথলিটকে; ক্ষোভ ভারতের


newsagartala24.com Images

Agartala, Sep 22, 2023, ওয়েব ডেস্ক থেকে


নয়া দিল্লি, ২২ সেপ্টেম্বর: চিনে হচ্ছে এ বারের ১৯ তম এশিয়ান গেমস। এই গেমসে অরুণাচলের তিন অ্যাটলিটকে পরিচয়পত্র দেওয়ার পরও চিনে ঢুকতে দেওয়া হল না! এই বিস্ময়কর ঘটনা জেরে চিন সফর বাতিল করলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
এশিয়ান গেমসের মত জায়গায় চিনের এই আচরণ মেনে নিতে পারছে না ভারত সরকার। জানা গিয়েছে আজ অরুণাচলের তিন উসু প্লেয়ারকে চিনে ঢুকতে দেওয়া হয়নি। এই তিন অ্যাথলিট হলেন নেইমান ওয়াংসু, অনিলু তেগা, মেপাং লামগু। আজই এই তিন অ্যাথলিটের উসু ইভেন্টে নামার কথা। অথচ আয়োজকদের পক্ষ থেকে তাঁদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া সত্বেও এই ধরনের আচরণ করা হলো। তারা চিনে ঢোকার অনুমতি পেল না। এই বিষয়টা অবাক করছে ভারত সরকারকে। তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে চিন সফর বাতিল করলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ।
ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, চিনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে ভারত সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, চিনের এই ধরণের আচরণ বরদাস্ত করা হবে না।

FacebookTwitterEmailShare