চোখ ঝলসানো অপরাজিত দ্বিশতরান সোম্যজিৎ সরকারের

আগরতলা, Jan 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
সৌম্যজিতের ঝড়ো দ্বিশতরান।।।।
চোখ ঝলসানো অপরাজিত দ্বিশতরান সোম্যজিৎ সরকারের। উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণীর ছাত্রটির ব্যাটিং তান্ডবে দিশেহারা কর্ণেল সি সি। কার্যত মডার্ণের গড়া পাহাড় সমান রানের নীচে চাপা পড়লো কর্ণেল।
নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে মডার্ণ জয়লাভ করে ২০৯ রানে। সকালে টসে জয়লাভ করে কর্ণেলের দুর্বল বোলিংয়ের সামনে দ্রুত রান তোলার দিকে নজর দেয় মডার্ণ। দলকে আক্রমণে নেতৃত্বে দেয় সৌম্যজিৎ সরকার। শুরুতেই রোনি দাসকে (৯) হারানোর পর সৌম্যজিতের সঙ্গে রুখে দাড়ায় সৌম্যজিৎ চক্রবর্তী। ওই দুজন স্কোরবোর্ড সচল রাখার দিকে নজর দেয়। চক্রবর্তী থেকে সরকার ছিলো বিধ্বংসী মেজাজে। ওই জুটি রেকর্ড ২৮৫ রান যোগ করে অপরাজিত থেকে। মডার্ণ নির্ধারিত ৪০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩২২ রান করে। সোম্যজিৎ সরকার ১৩৩ বল খেলে ৩৫ টি বাউন্ডারি ও ৪ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ২১৬ রানে এবং সৌম্যজিৎ চক্রবর্তী ৯৩ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৭৯ রানে অপরাজিত থেকে যায়। জবাবে খেলতে নেমে বিপক্ষের গড়া বিশাল রানের নীচে চাপা পড়ে মাত্র ১১৩ রান করতে সক্ষম হয় কর্ণেল। দলের পক্ষে দলনায়ক নিলাদ্রী দাস ৫৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৬, অক্সিৎ ঘোষ ৬৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং সুরজিৎ পাল ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। মডার্ণের পক্ষে সৌম্যজিৎ চক্রবর্তী ১৭ রানে ৩ টি, শুভম দাস ৭ রানে এবং দলনায়ক দ্বীপজয় গুরু বিশ্বাস ১৮ রানে ২ টি উইকেট দখল করে।