ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে এক মাওবাদী নিকেশ
Agartala, Oct 17, 2023, ওয়েব ডেস্ক থেকে
রায়পুর, ১৭ অক্টোবর : ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক মাওবাদী। মঙ্গলবার বিজাপুর জেলার বান্দেরপারা জঙ্গলে এই এনকাউন্টার চলে। এনকাউন্টারের পর এক মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল। এই তথ্য দিয়েছেন বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ।
বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ বলেছেন, মঙ্গলবার সকালে বান্দেরপারা জঙ্গলে পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই সংঘর্ষে এক মাওবাদীর মৃত্যু হয়েছে। এছাড়াও এনকাউন্টারস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে।