ছয় প্রতিভাবান করে ক্যারাটে খেলোয়ারদের দ্বারা সুনাম বৃদ্ধি পেল রাজ্যের।


newsagartala24.com Images

আগরতলা, May 14, 2024, ওয়েব ডেস্ক থেকে


রাজ্যের সুপ্ত প্রতিভা ধীরে ধীরে বহিঃপ্রকাশ হচ্ছে যার মাধ্যমে উজ্জ্বল হচ্ছে ত্রিপুরার নাম। তেমনি ছয় প্রতিভাবান করে ক্যারাটে খেলোয়ারদের দ্বারা সুনাম বৃদ্ধি পেল রাজ্যের।

সম্প্রতি ২৮ শে এপ্রিল রাজ্যভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে ত্রিপুরা ক্যারাটে এসোসিয়েশন ৬ জন প্রতিযোগীকে কলকাতায় জাতীয় আসরের জন্য প্রেরণ করে। সেখানে ছয়টি স্বর্ণপদক একটি রুপো পদক এবং দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে রাজ্যের ক্যারাটে খেলোয়াড়রা। সম্প্রতি ৮ই মে তারা রাজ্যে ফিরে আসে। তবে তাদেরই সাফল্যের জন্য আগামী ২০ মে প্রান্তিক ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই বিজয়ী খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হবে। যেখানে উপস্থিত থাকবেন সংগঠনের সভাপতি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এবং  ত্রিপুরা পোর্টস ক্যারাটে এসোসিয়েশনের সেক্রেটারি কৃষ্ণ সূত্রধর জানিয়েছে এবং আরো উল্লেখ করল প্রত্যেকদিন ক্যারাটে পড়ানো হয় ছাত্রছাত্রীদের খুব যত্ন সহকারে।  ।