ছোটদের ক্রিকেটে রানার্স প্রগতি প্লে সেন্টার
আগরতলা, Dec 29, 2023, ওয়েব ডেস্ক থেকে
লড়াই করে ও শেষ রক্ষা হলো না। রানার্স আপের সন্মান অর্জন করলো প্রগতি প্লে সেন্টার। টিসিএ পরিচালিত ছোটদের ক্রিকেটে গতবারের ন্যায় এবার ও রানার্স আপেই সন্তুষ্ট থাকতে হলো প্রগতি প্লে সেন্টারকে। তবে গোটা টুর্নামেন্টে ভালো পারফর্ম করেই এই সন্মান অর্জন করলো প্রগতি শিবির। টস জিতে এন এস আরসিসি দল তালতলা মাঠে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটে এন এস আরসিসি দল ৩৭.৫ ওভার খেলে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১০৬ রান।
ব্যাটে শতভিক ঘোষ ২৬, অংশ ভটনাগর ২৯, যুবরাজ রাঠোর উলেখযোগ্য মেজাজে ২৫ রান করে। বলে প্রগতির হয়ে ইয়াশ দেববর্মা ১৫ রানে তিনটি উইকেট নেয়।এছাড়া ঋদ্ধিমান কর দুটি এবং একটি করে উইকেট নেয় দেবপ্রিয় দে ও নবীন উদ্দিনরা। জয়ের জন্য প্রগতির সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০৭ রানের। যাকে তাড়া করতে নেমে দল ২২.৫ ওভারে তিন উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে শ্রেষ্ঠাংশু দেব দুর্দান্ত মেজাজে ৩৭, ইয়াশ দেববর্মা ৪৪, দেবপ্রিয় দে অপরাজিত ১৯ রান করে। সুবাদে সাত উইকেটের ব্যবধানে অনায়াসেই রানার্স আপের সন্মান অর্জন করে নেয় প্রগতি প্লে সেন্টার