জন্মাষ্টমীতে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির


newsagartala24.com Images

Agartala, Sep 07, 2023, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর: ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য কামনা করেছেন সবাই। বৃহস্পতিবার সকালে এক্স (টুইটার) মাধ্যমে জন্মাষ্টমীর শুভেচ্ছা-বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, “জন্মাষ্টমী উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা। জন্মাষ্টমী উৎসব আমাদের ভগবান শ্রী কৃষ্ণের গীতার উপদেশ বুঝতে, সেগুলি বাস্তবায়ন করতে এবং নিঃস্বার্থ কাজ করতে প্রেরণা প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানবতাকে ধর্মের পথে চলার বার্তা দিয়েছেন। আসুন, এই শুভ মুহূর্তে জনকল্যাণের চেতনায় এগিয়ে যাই এবং আমাদের সমাজ ও দেশকে সমৃদ্ধ করি।”

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় শুভেচ্ছা-বার্তায় জানিয়েছেন, “জন্মাষ্টমী উপলক্ষ্যে সমস্ত ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। ভগবান শ্রীকৃষ্ণের কালজয়ী শিক্ষা অধার্মিকতার উপর ধর্মের জয়ের বার্তা দেয়। আসুন আমরা নিজেদের আচরণে শ্রী কৃষ্ণের নিঃস্বার্থ কর্মের বাণীকে আত্মস্থ করে নিজেদের দায়িত্ব পালনের সংকল্প করি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট-বার্তায় জানিয়েছেন, “জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। শ্রদ্ধা ও ভক্তির এই শুভ উৎসব সবার জীবনে নতুন শক্তি ও নতুন উদ্দীপনা বয়ে আনুক, এটাই আমার কামনা। জয় শ্রী কৃষ্ণ!”