জম্মুর আর্নিয়ায় পাক গোলাগুলি বর্ষণ; ক্ষতিগ্রস্ত বাড়ি, আহত এক বিএসএফ জওয়ান-সহ ৫


newsagartala24.com Images

Agartala, Oct 27, 2023, ওয়েব ডেস্ক থেকে


জম্মু, ২৭ অক্টোবর : ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। বৃহস্পতিবার রাত আটটার পর থেকে জম্মুর আর এস পুরা সেক্টরের আর্নিয়ায় বিনা প্ররোচনায় গোলাগুলি বর্ষণ করতে থাকে পাকিস্তানী রেঞ্জার্সরা। মর্টারও নিক্ষেপ করতে থাকে। সারারাত ধরে এই হামলা। আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাঁচটি ভারতীয় পোস্টে পাকিস্তান রেঞ্জার্স বিনা উস্কানিতে গুলি চালালে একজন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান এবং চারজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। মর্টারের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি। সারারাত আতঙ্কের মধ্যেই কেটেছে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের।

শুক্রবার সকালে আর্নিয়ার সাই কালানে বুল্লেহ চক গ্রামের সরপঞ্চ সৈয়দ দেব রাজ চৌধুরী বলেছেন, “সারারাত ধরে পাকিস্তান ব্যাপক গুলি চালায়। এতে কেউ হতাহত না হলেও, বাড়ি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬ বছর পর গতকাল রাতে পাকিস্তানের পক্ষ থেকে গুলিবর্ষণ হয়। আমাদের নিরাপত্তা বাহিনী গুলির জবাব দিয়েছে।” বুল্লেহ চক সীমান্তবর্তী গ্রাম থেকে মর্টারও উদ্ধার হয়েছে। এক গ্রামবাসী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টা থেকে গোলাগুলি শুরু হয়। তুমুল গোলাগুলি হয়। প্রায় ৪-৫ বছর পর এই ঘটনা ঘটল…গ্রামবাসীরা বাঙ্কারে আশ্রয় নেন।”