জয়ন্ত ও হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ফাইনালে বেরীমুড়া ক্রিকেট কোচিং সেন্টার


newsagartala24.com Images

আগরতলা, Jan 19, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


মোহনপুর পরিচালিত অনূর্ধ্ব ১৫ মহকুমা ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে ২২৪ রানের বিশাল ব্যবধানে জয়ী বেরীমুড়া ক্রিকেট কোচিং সেন্টার।৩ দিনের কঠোর পরিশ্রমে এই জয় আসে।শুক্রবার সীমানা বনাম বেরীমুড়া ক্রিকেট কোচিং সেন্টারের মধ্যে ফাইনালের লয়াইয়ে নেমে বেরীমুড়া কোচিং সেন্টার প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৩৫১ রান করে অন্য দিকে ৩৫১ রান তাড়া করতে নেমে সিমনা কোচিং সেন্টার সব কোটি উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। বেরীমুড়া কোচিং সেন্টারের হয়ে জয়ন্ত বিশ্বাস ১৪টি ছয় ও ১৯টি চার এর সাহায্যে ৯৪ বলে ২০৯ রান করে এবং হৃদয় বিশ্বাস ১৪টি চারের সাহায্যে ৯৭ রান করে এবং বেরীমুড়ার হয়ে সুরদীপ দত্ত ৫ উইকেট পায়।বলাবাহুল্য বামুটিয়া কোচিং সেন্টার বঞ্চিত বিভিন্ন ভাবে,নেই কোনো কোচের ব্যাবস্থা,ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তথাপি বিশ্ব বিশ্বাস (কারফু)' র অক্লান্ত পরিশ্রমে ছেলেরা আজ তা করতে সক্ষম হয়েছে যা রাজ্যে প্রতিভাবান ক্রিকেটারদের ঘরের ছেলেরাও আজ পর্যন্ত করতে পারেনি।

যারা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সর্ব সুবিধা ভোগ করছেন তারাও এই সাফল্য বা রাজ্যকে এই সম্মান দিতে পারেনি যা বামুটিয়ার ১৫ বছরের ছেলেরা করে দেখিয়েছ।৯৪ বলে ২০৯ রান যা ধোনি রোহিতদের মতো চমকপ্রদ নজর কাড়া ছিল।এই ক্রিকেট ম্যাচ মোহনপুর মহকুমা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন মহল থেকে দাবি ওঠছে মোহনপুর মহকুমার অন্তর্গত বামুটিয়ায় ছেলদের ভবিষ্যত্ চিন্তা করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে  কোচ এবং রজ্যস্থরিয় ক্রিকেট কোচিং সেন্টার স্থাপনের।দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা রাজ্যকে নেশার কবল থেকে মুক্ত রাখতে এবং নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন সেখানে সদর উত্তরের মোহনপুর মহকুমার বামুটিয়া এলাকার ছেলে মেয়েরা বঞ্চিত বিভিন্ন ভাবে তাদের দিকে একটু নজর দিতে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন,রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করছেন অভিভাবক মহল।

একটু সহযোগিতা পেলে এই ছেলেরা আগামীদিনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন,রাজ্যের নাম জাতীয় আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল করতে পারবেন।