জাতীয় গেমস খেলতে উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা হলো রাজ্য দল

আগরতলা, Jan 24, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
জাতীয় গেমস খেলতে উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা হলো রাজ্য দল ৩৪ তম জাতীয় গেমস এবার হবে উত্তরাখন্ডে। এতে পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করবেন রাজ্যের খেলোয়াড়েরা। শুক্রবার সন্ধ্যায় দিল্লি বিমান বন্দরে ত্রিপুরার ট্রায়াথলন দলকে শুভেচ্ছা জানালেন রাজ্য ট্রায়াথলন সংস্থার মুখ্য উপদেষ্ঠা সুজিত রায় ও সচিব অমিয় কুমার দাস। ২৪ জানুয়ারি থেকে ১৪ ফেব্রয়ারী হবে এই আসর উত্তরাখন্ডে।ত্রিপুরা দলের সঙ্গে ডেপুটি চিফ দ্য মিশন হিসেবে গেলেন কোচ পিনাকী চক্রবর্তী।