জাতীয় স্কুল টেবিল টেনিস কে বি-‌র হয়ে অংশ নিতে ইন্দোর গেলো শ্রেয়শী


newsagartala24.com Images

আগরতলা, Jan 06, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


জাতীয় স্কুল টেবিল টেনিস
কে বি-‌র হয়ে অংশ নিতে
ইন্দোর গেলো শ্রেয়শী
ইন্দোর গেলো শ্রেয়শী চক্রবর্তী। জাতীয় স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে। অনূর্ধ্ব-‌১৯ বিভাগে। ১৫-‌১৮ জানুয়ারি হবে আসর। এবছর কেন্দ্রীয় বিদ্যালয় থেকে জাতীয় আসরে অংশ নেবে শেখরেশ এবং মনসি চক্রবর্তীর বড় মেয়েটি। দীর্ঘ বছর পর রাজ্যের কোনও খেলোযাড় কেন্দ্রীয় বিদ্যালয়ের হয়ে জাতীয় আসরে অংশ নিতে যাচ্ছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্যোগে নির্বাচিতদের নিয়ে সোমবার থেকে ইন্দোরে শুরু হবে বিশেষ প্রশিক্ষণ শিবির। ওই শিবিরে যোগ দিতেই শনিবার বিমানে ইন্দোর গেলো কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রীটি। কেন্দ্রীয় বিদ্যালয় পূর্বোত্তর আসরে সাফল্য পাওয়ার পর শিলচর রিজন থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের আঞ্চলিক আসরে অংশ নেয় টেবিলে টেনিসে শ্রেয়শী এবং শ্রীরাধা।

উত্তরাখন্ডের রুরকিতে ২-‌৬ নভেম্বর হয়েছিলো আসর। তাতে অসাধারন সাফল্য অর্জন করেন ত্রিপুরা দলটি। আসরে দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জয় করে শিলচর রিজন। ওই দলে শ্রেয়শী, শ্রীরাধা সহ ছিলো শিলচর কেন্দ্রীয় বিদ্যালয়ের বৈজয়ন্তী ভট্টাচার্য। ব্যাক্তিগত বিভাগে শ্রেয়শী প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে এন্নাকুলালের খেলোয়াড়কে ২-‌০ সেটে (‌১১-‌২,১১-‌৫), প্রি কোয়ার্টার ফাইনালে গুয়াহাটির খেলোয়াড়কে ২-‌০ সেটে (‌১১-‌৮,১১-‌৬), কোয়ার্টার ফাইনালে চেন্নাইয়ের খেলোয়াড়কে ২-‌০ সেটে (১১-‌৬‌, ১৩-‌১১) সেটে পরাজিত করে সেমিফাইনালে উঠেছিলো। কিন্তু ফাইনালে যাওয়ার লড়াইয়ে গুয়াহাটির অপর খেলোয়াড়ের বিরুদ্ধে ৩-‌০ সেটে (‌১০-‌১২,১১-‌১৩,১০-‌১২) সেটে হেরে যায় শ্রেয়শী। ইন্দোর রওযানা হওয়ার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে ওই বালিকা খেলোয়াড়টিকে। আসরে ভালো পারফরম্যান্স করা নিয়েও আশাবাদী শ্রেয়শী।