জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৮, কন্ট্রোল রুম খুলল ভারতীয় দূতাবাস


newsagartala24.com Images

Agartala, Jan 02, 2024, ওয়েব ডেস্ক থেকে


টোকিও, ২ জানুয়ারি : নতুন বছরের শুরুতেই বিধ্বংসী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেল গেল জাপান। ৭.৬ তীব্রতার ভূমিকম্প ও সুনামির জেরে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে মধ্য জাপান। মঙ্গলবার দুপুর পর্যন্ত সে দেশের ভূমিকম্পে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। তবে ধ্বংসস্তূপ সরালে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন স্বয়ং সে দেশের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। তিনি বলেন, “ভীষণ রকম ক্ষতি হয়েছে।”

জাপানের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝারি মাত্রার কম্পনে ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান। এগুলির মধ্যে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ যে মাত্রা ধরা পড়েছে, তা হল ৭.৬। দ্বিতীয় সর্বোচ্চ কম্পনের মাত্রা ৬। অন্য কম্পনগুলির অধিকাংশেরই মাত্রা ৩ বা তারও কম। সোমবার দুপুরে জাপানের মূল ভূমিকম্পটির কেন্দ্র ছিল হনসু দ্বীপের ইশিকাওয়া। যার মাত্রা ছিল ৭.৬। সোমবার দুপুর ১টা নাগাদ এই কম্পনেই প্রথম কেঁপে ওঠে জাপান।
ভূমিকম্পের পরেই জাপানের বেশ কয়েকটি উপকূল এলাকায় সুনামি সতর্কতা জারি হয়। আশঙ্কাকে সত্যি করে সে দেশের পশ্চিম উপকূল সংলগ্ন একাধিক শহরে ফুঁসে ওঠে সমুদ্র। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা চার ফুট পর্যন্ত ওঠে। ভূমিকম্পের পর এখনও পর্যন্ত জাপানের প্রায় ৩৩ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ ফেরানো যায়নি। ঘর-বাড়ি ভেঙে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

এদিকে, জাপানে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি জরুরি কন্ট্রোল রুম খুলেছে, এবং ভূমিকম্প এবং সুনামির সতর্কতার পরে ভারতীয় নাগরিকদের জন্য জরুরি যোগাযোগ নম্বর এবং ই-মেল আইডি জারি করেছে। যোগাযোগের নম্বরগুলি হল ৮১-৮০-৩৯৩০-১৭১৫, ৮১-৭০-১৪৯২-০০৪৯, ৮১-৮০-৩২১৪-৪৭৩৪, ৮১-৮০-৬২২৯-৫৩৮২, এবং ৮১-৮০-৩২১৪-৪৭২২৷