জাবেদিয়ার গোলে বীরেন্দ্রকে হারিয়ে শিল্ডের ফাইনালে এগিয়ে চল সংঘ


newsagartala24.com Images

আগরতলা, Aug 17, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


জাবেদিয়ার গোলে বীরেন্দ্রকে হারিয়ে শিল্ডের ফাইনালে এগিয়ে চল সংঘ।
  কষ্টসাধ্য জয় পেয়ে ফাইনালে এগিয়ে চলো সঙ্ঘ। স্থানীয় ফুটবলারদের ইনয়ে গড়া বীরেন্দ্রকে হারাতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে সুজিত হালদারের ছেলেদের। নির্ধারিত সময়ে গোলশূণ্য থাকার পর আতিরিক্ত সময়ের প্রথমার্ধে এগিয়ে চলোর পক্ষে জয়সূচক গোলটি করেন পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নামা জাবেদিয়া ডার্লং। শিল্ডের প্রথম সেমিফাইনালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই স্থানীয় ফুটবলারদের নিয়ে গড়া বীরেন্দ্র কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় এগিয়ে চলো সঙ্ঘকে। এগিয়ে চলোর রক্ষণভাগকে তছনছ করে ও প্রথমার্ধে গোল করতে পারেননি বীরেন্দ্র-‌র মনিষ-‌রা। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই রাজীব সাধন জমাতিয়াকে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নামান এগিয়ে চলো কোচ। রাজীব মাঠে নামতেই আক্রমণের গতি বেড়ে যায় এগিয়ে চলো সঙ্ঘের।

কয়েকটি সুযোগ তৈরী হলেও তা জালে ঠেলতে ব্যর্থ হয়েছেন এগিয়ে চলোর পেম্বা রাই-‌রা। মুহ মুহ আক্রমণ করলেও গোল খরায় ভুগতে থাকেন দুদলের  আক্রমণভাগের ফুটবলাররা। ফলে নির্ধারিত সময়ে খেলা শেষ হয় গোল শূণ্য অবস্থায়। শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা। অতিরিক্ত সময়ে প্রথমার্ধের ৭ মিনিটে এগিয়ে চলোর রক্ষণভাগের ফুটবলার আসিফ আলি মোল্লার বাড়ানো বল

থেকে একমাত্র গোলটি করেন জাবেদিয়া ডার্লং। ওই জয়ের ফলে ফাইনালে এগিয়ে চলো সঙ্ঘ। টানা তৃতীয়বার। ম্যাচটি পরিচালনা করেন প্রেম নার্জারি। জয় পেলেও দলের খেলায় তেমন সন্তুষ্ট নন এগিয়ে চলোর কোচ সুজিত হালদার। তবে তিনি বিশ্বাস করেন ওই জয় দলীয় ফুটবলারদের মনোবল বাড়াবে। যা ফাইনালে আরও ভালো খেলতে সাহায্য করবে। হারলেও দলীয় ফুটবলারেদর লড়াইয়ে খুশি বীরেন্দ্র কোচ সুবোধ দেববর্মা। বলেন,"সীমিত শক্তি নিয়ে ছেলেকরা দুর্দান্ত লড়াই করেছে।"‌