জিটি ইনস্টিটিউট এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ উমাকান্ত ময়দানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী


newsagartala24.com Images

আগরতলা, Feb 16, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


জিটি ইনস্টিটিউট এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ হলো উমাকান্ত ময়দানে। জিটি ইনস্টিটিউট। রাজ্যে প্যারা মেডিকেল ইউনিট হিসেবে আত্মপ্রকাশ এই ইনস্টিটিউটের। রবিবার উমাকান্ত ময়দানে এই ইনস্টিটিউটের ছাত্রদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন হলো।

উদ্যোক্তা ইনস্টিটিউট কতৃপক্ষ। এই প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফুটবল ম্যাচটি বেশ জমজমাট হলো। জিটি ইনস্টিটিউটের তরফে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে উত্তরীয় ও স্মারক দিয়ে অভিবাদন জানানো হয়। ম্যাচের পর চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি আয়োজকদের এই আয়োজনের ভূয়সী প্রশংসা ও করলেন তিনি।