জে আর সি বনাম ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রীতি ম্যাচে জয়ী টিজিবি দল।।


newsagartala24.com Images

আগরতলা, Dec 08, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


বরাবরের মতো এবারও প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বনাম জেআরসি শিবির। রোমঞ্চকর এই ম্যাচে শেষ পর্যন্ত  ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কাছে পরাজিত হতে হলো জে আরসি দলকে।ব্যাটে বলের লড়াই হলো জমাটি।তবে আখেরে বাজিমাত করে দিলো টিজিবি ।টস জিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভোলাগিরি মাঠে।  সুবাদে ব্যাট করেতে নেমে  জেআরসি দল নির্ধারিত ২০  ওভারে  ১০ উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে ১২২ রান। ব্যাটে জে আর সির হয়ে সুব্রত দেবনাথ সর্বাধিক ৩০ রান করেন।এছাড়া বিশ্বজিৎ ১৬ , তাপস ১৩,মনোজিত দাস ১২ রান করে। বলে টি জি বি র পক্ষে পার্থ দত্ত ২ টি এবং একটি করে উইকেট নেয় মিটন,শুভ্রদীপ কনক দাসরা।পাল্টা খেলতে নেমে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক দল এই স্কোর ১৬.১ ওভারেই হাসিল করে নেয়। ব্যাটে টি জিবির হয়ে পার্থ ৪৪ ও মৃনাল ১৩ রানে নট আউট থাকে দলকে জয় এনে দিতে সক্ষম হয়। যদি ও ম্যাচে বল হাতে জে আর সির বোলাররা বেশ কিছুটা সময় বেঁধে রেখেছিলো টিজি বির ব্যাটসম্যানদের। যার ফলে ১৩ ওভারেই টি জিবির ৭ উইকেট খুব দ্রুত আউট হয়ে যায়। তবে পার্থ ও মৃনাল জুটি দলকে জয় এনে দিতে সক্ষম হলেন।বলে জে আর সির হয়ে দিব্যেন্দু দে ৩ টি এবং ২টি করে উইকেট নেয় অভিষেক দে ও বিশ্বজিৎ দেবনাথরা।  ম্যাচের সেরা ব্যাটসম্যান হলেন জেআর সির সুব্রত দেবনাথ। সেরা বোলার হলেন দিব্যেন্দু দত্ত। সেরা ফিল্ডার হলেন টিজিবির বিভাস দেববর্মা ও কনক দাস। ম্যান অব দ্য ম্যাচ হলেন পার্থ প্রতিম দত্ত। অবশেষে রানার্স দল জে আর সি ওচ্যাম্পিয়ন দল  টিজিবির হাতে ট্রফি তুলে দিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার রাউথ। সঙ্গে ছিলেন জে আর সির সম্পাদক অভিষেক দে ও।