জয় দিয়ে সি ডিভিশনে যাত্রা শুরু সরোজ সংঘ
আগরতলা, Jun 17, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
জয় দিয়ে সি ডিভিশনে যাত্রা শুরু সরোজ সংঘের।।।।।।।
সুযোগ নষ্ট করার খেসারত দিলো সুভাষ বসু-র দল ইকফাই এফ সি। ঘাম ঝরিয়ে জয় পেলো শক্তিশালী সরোজ সঙ্ঘ। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সরোজ সঙ্ঘ নূণ্যতম গোলে পরাজিত করে ইকফাই এফ সি দলকে। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন বিপ্লব দেববর্মা। এদিনের লড়াই ছিলো মূলত গুরু-শিষ্যের মধ্যে। ম্যাচে অভিজ্ঞ ফুটবলারদের হাত ধরে শেষ পর্যন্ত বাজিমাৎ করলো শিষ্য প্রণব সরকারের দল সরোজ সঙ্ঘ। তবে যে সুযোগ পেয়েছিলো সুভাষ বসু-র ইকফাই দল তাতে উদ্বোধনী ম্যাচে অঘটন ঘটতে পারতো।
কমকরে দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করে নিজেরাই নিজেদের চাপে ফেলে দিয়েছিলো সাচলাং জমাতিয়া এবং খাকচাং জমাতিয়া-রা। আসরের প্রথম ম্যাচ বলেই হয়তোবা দুদলের ফুটবলারদের মধ্যে কিছুটা বোঝাপড়ার অভাব দেখা দিয়েছে। ওই জিনিষটা কাটিয়ে তুলতে হবে দুদলকেই। শক্তিশালী দলের চাপটা শুরু থেকেই যেনও কিছুটা বোঝা হয়ে পড়েছিলো সরোজ সঙ্ঘের ফুটবলারদের মধ্যে। যার প্রভাব পড়েছিলো ম্যাচে। শুরু থেকেই দুটি দল আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়েও একে অপরকে টেক্কা দিয়েছিলো শুরু থেকেই।
প্রথমার্ধেই সাচলাং জমাতিয়া এবং খাকচাং জমাতিয়া দুটি সহজ সুযোগ নষ্ট করে ইকফাই দলকে চাপে ফেলে দেন। প্রথমার্ধে ইকফাই দুটি সুযোগ পেলেও গোলমুখে আক্রমণ তেমন করতে পারেননি সরোজ সঙ্ঘের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ান দু-দলের ফুটবলাররা। এরই মধ্যে প্রীতম সরকার একটি সুযোগ নষ্ট করেন সরোজ সঙ্ঘের হয়ে। ৮০ মিনিটের খেলা শেষ। ফুটবলপ্রেমীরা ধরে নিয়েছেন হয়তোবা উদ্বোধনী ম্যাচ শেষ হবে অমিমাংশিতভাবে। তখনই আক্রমণে উঠে গোল পেয়ে যায় সরোজ সঙ্ঘ। কর্ণার থেকে পিরতি বলে দুরন্ত শটে ইকফাই এফ সি-র জাল নাড়িয়ে দেন বিপ্লব দেববর্মা। শেষ পর্যন্ত বিপ্লবরে গোলে মোক্ষম ৩ পয়েন্ট দখল করলো সরোজ সঙ্ঘ। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা। ম্যাচে হলুদ কার্ড দেখেন বিজয়ী দলের সুমিত ধানুক, বিজীত দলের সাচলাং দেববর্মা এবং রাকেশ জমাতিয়া।