টি-২০ গ্রুপ লীগে দ্বিতীয় ওপিসি বিজিত হার্ভেও উন্নীত কো: ফাইনালে

আগরতলা, Mar 22, 2025, ওয়েব ডেস্ক থেকে2025
এ গ্রুপে দ্বিতীয় স্থান দখল করলো ও পি সি। ছয় ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়ে। শনিবার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে ও পি সি ৭ উইকেটে পরাজিত করে হার্ভে ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে। ম্যাচের হার্ভের গড়া ৯৩ রানের জবাবে ও পি সি ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ও পি সি-র বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে মাত্র ৯৩ রান করতে সক্ষম হয় হার্ভে। দলের পক্ষে আরমান হোসেন ২৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, সাহিল সুলতান ১৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬, কপিল সিং যাদব ২৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং রিতায়ন দে ১২ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায।এ ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। ও পি সি-র পক্ষে দলনায়ক শুভম ঘোষ ১০ রানে ৩ টি এবং দীপেন বিশ্বাস ১৮ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ২৮ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ও পি সি। দলের পক্ষে সপ্তজিৎ দাস ৪১ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, নবারূন চক্রবর্তী ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩, রাহুল চন্দ্র সাহা ১৭ বল খেলে ১৩ এবং শুভম ঘোষ ১৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন।