টিএসজেসি-র সদস্যদের জার্সি স্পন্সর করলেন উদ্যোগপতি পীযূষ বনিক।।

আগরতলা, Feb 07, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
টিএসজেসি-র সদস্যদের জার্সি স্পন্সর
করলেন উদ্যোগপতি পীযূষ বনিক।।।।।।।
ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পাশে এবার দাঁড়ালেন রাজ্যের এক বিশিষ্ট উদ্যোগপতি পীযুষ বণিক। তিনি তিরূপতি মোটরস-এর কর্নধার। টি এস জে সি-র প্রত্যেক সদস্যের জন্য তিনি জার্সি স্পন্সর করলেন। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে ছোট্ট পরিসরে হলেও দারুণ এক আয়োজনের মধ্য দিয়ে পীযুষ বাবু জার্সিগুলো তুলে দিলেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তীর হাতে। জার্সিগুলো তুলে দেবার পূর্বে পীযুষ বণিককে উত্তরীয় এবং স্মারক দিয়ে সংবর্ধিত করলেন সভাপতি সরযূ চক্রবর্তী।
মহতী এই উদ্যোগে সভাপতির সঙ্গে ছিলেন টি এস জে সি-র বরিষ্ঠ সাংবাদিক মণিময় রায়, সহ সভাপতি সুপ্রভাত দেবনাথ, সচিব অনির্বাণ দেব, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। পীযুষ বনিক থেকে এই সহযোগিতা পেয়ে টি এস জে সি-র সভাপতি সহ সকলেই পীযুষ বাবুকে ধন্যবাদ জ্ঞাপন করলেন।