টিপিটিএল-এর ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ক্রীড়া পুরস্কার বিতরণী


newsagartala24.com Images

ভারে প্রগতির স্কো, Jan 18, 2024, ওয়েব ডেস্ক থেকে


টিপিটিএল-এর ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন।।।
 ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার পাশাপাশি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে টিপিটিএল-এর প্রথম অপারেশনাল ডে উদযাপিত হয়েছে আজ।

আগামীকাল এর বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির থেকে শুরু করে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন রয়েছে। তবে এর প্রাক সন্ধ্যায় আজ, বৃহস্পতিবার স্থানীয় সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে বিকেল তিনটা থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পাঁচটা থেকে প্রধান অতিথি তথা উদ্বোধক রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠান এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান সামগ্রিকভাবে আজ যেন অন্য মাত্রা বয়ে এনেছে। প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সরযূ চক্রবর্তী, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট সুপ্রভাত দেবনাথ এবং সম্মানীয় অতিথি এমডি বিদ্যুৎ নিগম দেবাশীষ সরকার, ফিন্যান্স ডিরেক্টর এস এস ডোগরা, ট্রান্সমিশন জিএম রঞ্জন দেববর্মা, টেকনিক্যাল জিএম স্বপন দেববর্মা, জেনারেশন জিএম হরেকৃষ্ণ দাস, ফিন্যান্স জিএম গৌতম মুখোপাধ্যায়, কোম্পানি সেক্রেটারি অলক শ্রীবাস্তব বিভিন্ন স্পোর্টস ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক তুলে দেন। বক্তৃতায় বিশিষ্ট বক্তারা টিপিটিএল-এর এই আয়োজনের ভূয়ষী প্রশংসা করেন। পরবর্তী অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ-এর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত সচিব উদয়ন সিনহা সহ অন্যান্য অতিথিবৃন্দ পাঁচজন বিশিষ্ট ব্যক্তিত্ব: অজিত দেবনাথ, দীপক গাঙ্গুলী, শ্রীমতি রঞ্জিতা দে, সলিল রায়চৌধুরী, স্বপন চক্রবর্তীকে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন। একই অনুষ্ঠানে টিপিটিএল আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে মহিলা ও পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন, রানার্স দলের পুরস্কার সহ ব্যক্তিগত সেরা খেলোয়াড়দের হাতেও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী আগরতলা প্রেসক্লাবের ক্রিকেট টিমের খেলোয়ারদেরও সংবর্ধনা জানানো হয়। ট্রান্সমিশন জিএম রঞ্জন দেববর্মা ওনার স্বাগত ভাষণে টিপিটিএল গঠনের প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি বিদ্যুৎ নিগম, পুরো পরিবারের প্রত্যেক সদস্যদের সেবামূলক নিরলস প্রয়াসের কথা ব্যক্ত করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন এজিএম নিরূপম গুহ।