টিবি মুক্ত দেশ ও রাজ্য গঠনের লক্ষ্যে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার রক্তদান শিবির আয়োজিত

আগরতলা, Mar 20, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
বিশ্ব টিবি দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করল হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা। এদিন এ জিএমসি তথা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী ,হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা ।
আগামী ২৪ মার্চ বিশ্ব যক্ষা দিবস বা ওয়ার্ল্ড টিবি ডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালের মধ্যে টিভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছেন। রাজ্যকে টিবি মুক্ত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে চলছে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা। রাজ্যে এখন পর্যন্ত প্রায় ১৬০০ টিভি রোগীর রয়েছেন।এর মধ্যে ১৫০ জন টিভি রোগীকে দত্তক নিয়েছে এই হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা। বিশ্ব টিভি দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তথা জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবিরের আয়োজন করে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী ,হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সভাপতি ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা ।এই রক্তদান শিবির প্রসঙ্গে সংগঠনের সভাপতি ডাক্তার প্রদীপ ভৌমিক জানান, দত্তক নেওয়া ১৫০ জন টিভি রোগীকে আগামী ৬ মাস পর্যন্ত চিকিৎসা পরিষেবার দায়িত্ব গ্রহণ করেছেন তারা। তিনি আরো বলেন ,সকলের সহযোগিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টিভি মুক্ত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এদিন ডাক্তার প্রদীপ ভৌমিক আরো জানান, বিগত বছরগুলির মত এবারও এক হাজার unit রক্ত ব্লাড ব্যাংক গুলিতে দান করবে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা।