ডেঙ্গুতে ছাত্রের মৃত্যুতে
Agartala, Aug 17, 2023, ওয়েব ডেস্ক থেকে
ডেঙ্গুতে মৃত্যু হল পশ্চিম বর্ধমানের আসানসোল বিবি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রের । এইমৃত্যুর ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করলেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সম্পুর্ন ব্যার্থ রাজ্য সরকার।
ডেঙ্গু প্রতিরোধে রাজ্যের ব্যার্থতাকে দায়ী করে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন,” রাজ্যে এগিয়ে বাংলার এটাই নমুনা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ছাত্রের মৃত্যু হল। অথচ রাজ্য সরকার এখনও তৎপরতা নেই। ডেঙ্গু প্রতিরোধে সম্পুর্ন ব্যার্থ রাজ্য সরকার।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার ডেঙ্গুতে মৃত্যু হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের রাঙানিয়া পাড়ার বাসিন্দা অবিনাশ সাউ (২১)–এর। আসানসোল বিবি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র গত কয়েকদিন ধরে সে জ্বরে ভুগছিল। বুধবার দুপুরে পরিবারের লোকজন অবিনাশকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুই থেকে তিন ঘন্টা চিকিৎসা করা হয় তার। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আসানসোল জেলা হাসপাতাল থেকে তাকে রেফার করে কাঁকসার রাজবাঁধে একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে প্রথমে অবিনাশের রক্তের নমুনার এলিজা টেস্ট হয়নি, ডেঙ্গু কিট পরীক্ষা করা হয়েছে বলে দাবি জেলা স্বাস্থ্য বিভাগের। তাতে ডেঙ্গু পজেটিভ আসে। বৃহস্পতিবার সকালে অবিনাশের মৃত্যু হয়। বেসরকারি ওই নার্সিংহোমে অবিনাশের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারন দেখানো হয়েছে, ডেঙ্গু হিমোলজিক ফিবার।