তিনজন পদক জয়ী কিক বক্সারকে অভিনন্দন জানালেন বরদোয়ালি মণ্ডলের সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা


newsagartala24.com Images

আগরতলা, Feb 10, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


তিনজন পদক জয়ী কিক বক্সারকে  অভিনন্দন জানালেন বরদোয়ালি মণ্ডলের সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা।।।। আন্তর্জাতিক কিক বক্সিং আসরে পদক জয়ী বড়দোয়ালির তিনজন কিক বক্সারকে শুভেচ্ছা জানালেন বড়দোয়ালি মন্ডলের সভাপতি শ্যামল কুমার দেব। খেলোয়াড়েরা হলো প্রিয়াংসি সোম, বিরাজ বণিক ও সমুদ্রিকা সূত্রধর। মন্ডল অফিসে তাদের অভিনন্দন জানানো হলো।

প্রিয়াংসি সোম অর্জন করলো দুটি স্বর্ণ পদক ও একটি ব্রোঞ্জ পদক। বিরাজ বণিকের দখলে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক। সমুদ্রিকা সূত্রধর অর্জন করলো একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক। গত ১ থেকে ৫ ফেব্রুয়ারি নিউ দিল্লির যাদব ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিলো আন্তর্জাতিক কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ। এতে বড়দোয়ালি  বিধানসভা কেন্দ্র থেকে এই তিনজন খেলোয়াড় অংশগ্রহণ করে অর্জন করলো পদকগুলো। এককথায় রাজ্যের নাম উজ্বল করলো এই কিক বক্সাররা।