তিনদিনব্যাপী কুশল জৈন স্মৃতি উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা শুরু


newsagartala24.com Images

আগরতলা, Feb 08, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


ত্রিপুরা টেনিস সংস্থা আয়োজিত
কুশল স্মৃতি আসর আজ থেকে।।।
 তিনদিনব্যাপী কুশল জৈন স্মৃতি উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা শুরু আগামীকাল থেকে। আগামীকাল আসর শুরু হলেও পরদিন, শনিবার সকালে হবে আসরের উদ্বোধন। উদ্বোধন করবেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়া উপস্থিত থাকবেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ।

আসর হবে মালঞ্চ নিবাস টেনিস কোর্টে। রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্য টেনিস সংস্থার সচিব সুজিত রায়। ২০ তম এবারের আসরে অংশ নিচ্ছে ৮ দল:‌ ত্রিপুরা হোয়াইট, ব্লু, বি এস এফ, মিজোরাম, ও এন জি সি, পশ্চিম বাংলা, কলকাতা স্পোর্টস ক্লাব এবং বাংলাদেশ। খেলা হবে পুরুষদের সিঙ্গেলস, ডাবলস এবং মিক্সড ডাবলসে। এদিকে কুশল জৈন স্মৃতি উন্মুক্ত টেনিস আসরের পাশাপাশি হবে টি টি এ-‌ এ আই টি টি র‌্যাঙ্কিং আসর। অনূর্ধ্ব-‌১৬ বিভাগের ওই খেলাগুলো মালঞ্চ নিবাসের পাশাপাশি হবে বাধারঘাটের টেনিস কোর্টে।

আসরের টেকনিক্যাল ডিরেক্টর দেবপ্রিয় দাস ঋষি জানান, বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় বাংলাদেশ এবং কলকাতা থেকে আসরে অংশ নিয়েছে। ফলে আসরের আকর্ষন আরও বাড়বে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা দলের খেলোয়াড়দের নামও ঘোষনা করা হয়েছে। ত্রিপুরা হোয়াইট:‌ অমিত রিয়াং, ভিকি দেববর্মা (‌অধিনায়ক), অভিরূপ সরকার, শ্রীজন পুরকায়স্থ, অ্যারন চক্রবর্তী, বিপ্রজিৎ রায়, শর্মিষ্ঠা ভট্টাচার্য, অভিপ্সা রায়, ব্লু:‌ সুভাশিষ দেববর্মা (‌অধিনায়ক), ক্রিস্টেল সরকার, অনির্বান দত্ত, আয়ুষ মিত্তাল, অ্যাথিক দেববর্মা, ঋত্তিকা দাস, অভিসিক্তা চৌধুরি। কোচ:‌ চিন্ময় দেববর্মা, ম্যানেজার:‌ শান্তনু দত্ত। ‌‌সাংবাদিক সম্মেলনে এছাঢ়ড়া উপস্থিত ছিলেন রাজ্য সংস্থার সভাপতি বিধান রায়, সহ সভাপতি প্রণব চৌধুরি, তরিৎ রায়, যুগ্ম সম্পাদক অরূপ রতন সাহা, কোষাধ্যক্ষ মৃন্ময় সেনগুপ্ত।