ত্রাণশিবিরে বাস্তুহারাদের খোঁজখবর রাজ্যপাল আনুসুইয়া উইকের
Agartala, Jul 29, 2023, ওয়েব ডেস্ক থেকে
মণিপুরে জাতি সংঘাতের শিকার বাস্তুহারাদের খোঁজখবর নিতে ত্রাণশিবিরে গিয়েছেন রাজ্যপাল আনুসুইয়া উইকে। ত্রাণশিবিরে গিয়ে তিনি বাস্তুচ্যুতদের সঙ্গে আলাপচারিতা করে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁদের নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন।
আজ শনিবার মণিপুরের রাজ্যপাল আনুসুইয়া উইকে চূড়ীচাঁদপুরের একটি ত্রাণ শিবির পরিদর্শন করেছেন। দুর্ভাগ্যজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি তাঁর সমর্থন ও সংহতি জানিয়েছেন তিনি। রাজ্যপালকে কাছে পেয়ে সর্বহারা বহু বাস্তুহারা কান্নায় ভেঙে পড়েন। তিনিও তাঁদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁদের নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন। আশ্বাস দিয়েছেন, যাঁরা পরিবারের সদস্যদের হারিয়েছেন এবং সম্পত্তির ক্ষতি হয়েছে, সরকার তাঁদের ক্ষতিপূরণ দেবে। তাঁদের সামনে রাজ্যপাল বলেন, ‘আমি হাত গুটিয়ে বসে নেই। শান্তি এবং মণিপুরের জনগণের ভবিষ্যতের জন্য সম্ভাব্য সবকিছু করব।’