ত্রিপুরা ও উত্তরাখণ্ডে জয়ী বিজেপি


newsagartala24.com Images

Agartala, Sep 08, 2023, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর: দেশের ছয়টি রাজ্যের সাতটি বিধানসভা আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের ভোট গণনার ফল আসতে শুরু করেছে। বিজেপি ত্রিপুরায় দুর্দান্ত পারফরম্যান্স করেছে এবং দুটি আসনেই জিতেছে। উত্তরাখণ্ডের বাগেশ্বরেও জয় পেয়েছে বিজেপি । রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বাগেশ্বরের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

উত্তরাখণ্ডের বাগেশ্বরের বিধায়ক চন্দন রাম দাসের মৃত্যুর জেরে এই আসনে বিধানসভা উপনির্বাচন হয় গত ৫ সেপ্টেম্বর । বিজেপির প্রার্থী করেছিল প্রয়াত বিধায়ক চন্দন রাম দাসের স্ত্রী পার্বতী দাসকে । এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ছিলেন বসন্ত কুমার । সমাজবাদী পার্টির প্রার্থী ছিলেন ভগবতী প্রাসাদ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবারের ভোট গণনায় বিজেপির প্রার্থী পার্বতী দাস ৩৩ হাজার ২৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন । তিনি তাঁর তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বসন্ত কুমারকে ২ হাজার ৪০৫ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন । দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৩০ হাজার ৮৪২টি ভোট । এখানে চতুর্থ স্থান দখল করা সমাজবাদী পার্টির প্রার্থীর পেয়েছেন মাত্র ৬৩৭টি ভোট ।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখার জন্য বাবা বাগনাথের পবিত্র ভূমি বাগেশ্বরের ভগবানের মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লেখেন, এই জয় মাতৃশক্তি, যুব শক্তি এবং বিজেপি সরকারের প্রতি বরিষ্ঠ জনেদের অটল বিশ্বাসের প্রমাণ।

উপ-নির্বাচনে ত্রিপুরার দুটি আসেনেই জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। কমিশনের তথ্য অনুযায়ী বক্সানগর কেন্দ্রে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন জিতেছেন ৩০ হাজারের বেশি ভোটের ব্যবধানে। ওই আসনে সিপিএমের প্রার্থী মিজান হোসেন পেয়েছেন মাত্র ৩ হাজার ৯০৯টি ভোট। সেখানে শাসক দলের প্রার্থী পেয়েছেন ৩৪ হাজার ১৪৬টি ভোট। এর আগে ওই আসনে ৪৮৪৯ ভোটে জিতেছিল সিপিএম। অন্যদিকে, ধনপুর আসনে বিন্দু দেবনাথ পেয়েছেন ৩০ হাজার ১৭টি ভোট। সিপিএমের প্রার্থী কৌশিক চন্দ পেয়েছেন ১১ হাজার ১৪৬টি ভোট। গত ৫ তারিখে এই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছিল। সেখানে ভোট পড়ে প্রায় ৮৬.৫০ শতাংশ।

ত্রিপুরায় বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ধনপুর এবং বিশেষ করে বক্সানগরের জনগণকে ব্যাপক জয় দেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই উপনির্বাচন তাৎপর্যপূর্ণ যে মুসলিম অধ্যুষিত বক্সনগরে আমরা জনগণের ব্যাপক সমর্থন পেয়ে আশীর্বাদ পেয়েছি এবং এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে বিজেপি মুসলিম ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করছে। আমরা সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করেছি এবং আমাদের পার্টির উপর মুসলিমদের মধ্যে যে বিশ্বাস ও ভরসা রয়েছে তা সারা দেশে একটি খুব ভাল বার্তা পাঠাবে।

কেরলের পুথুপ্পল্লী বিধানসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী চান্ডি ওমেন জিতেছেন। চান্ডি ওমেন পেয়েছেন ৮০ হাজার ১৪৪ টি ভোট । তিনি তাঁর নিকটতম সিপিআই(এম)-এর জ্যাক সি টমাসকে ৩৭ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন । জ্যাক সি টমাস পেয়েছেন ৪২ হাজার ৪২৫টি ভোট। তৃতীয় স্থানে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী। অন্যদিকে আম আদমি পার্টিও এখানে প্রার্থী দিয়েছিল এএপি এখানে চতুর্থ স্থান দখল করেছে ।

পশ্চিমবঙ্গের ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল পেয়েছে ৯৭,৬১৩টি ভোট। বিজেপি প্রার্থী তাপসী রায় পান ৯৩,৩০৪ ভোট। মোট ৪,৩০৯ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। পরাজিত বাম-কংগ্রেস জোটের প্রার্থী ইশ্বরচন্দ্র রায়। এদিন ভোটের ফলাফলে তৃণমূলের জয়ের পর এক্স হ্যান্ডেলে ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঝাড়খণ্ডের ডুমরিতে জয়ী হয়েছেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার বেবী দেবী । তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এজেএসইউ-এর প্রার্থী যশোদা দেবীকে ১৭হাজার ১৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন ।

এদিকে, উত্তরপ্রদেশের ঘোসিতে ২৮তম রাউন্ড গণনার পরে এসপির সুধাকর সিং বিজেপির দারা সিং চৌহানের থেকে ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।