ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন এর উদ্যোগে আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপন


newsagartala24.com Images

আগরতলা, Mar 08, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


শুক্রবার ছিল আন্তর্জাতিক মহিলা দিবস। আর এই দিবসকে সামনে রেখে এদিন আগরতলা এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন এর উদ্যোগে আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপন করা হয়। উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, বিশিষ্ট সমাজসেবী সুবল ভৌমিক ও পাপিয়া দত্ত অন্যান্য অতিথিরা এবং রাজ্য মহিলা ক্রিকেট দলের ক্রীড়াবিদরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদেশের মহিলাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে শুধু যোজনা নেননি তাকে বাস্তবায়ন করার লক্ষ্যে গ্রহণ করেছেন অনেক পদক্ষেপ যা প্রকৃতপক্ষে অত্যন্ত প্রশংসনীয়। দেশের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ২ কোটি মহিলাদের লাখপতি দিদি হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকারের সময়কালে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং স্বনির্ভর ও আত্মনির্ভর করে তুলার লক্ষ্যে বহু পদক্ষেপ গ্রহণ করেছে এই সরকার। যার মধ্যে রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, self-helf group ইত্যাদি আর অনেক প্রকল্প।