ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ম্যানেজমেন্টের তুঘলকি ফরমান


newsagartala24.com Images

আগরতলা, Mar 03, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


 দীর্ঘ বছর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে অফিসার বা কর্মচারী পদে চাকুরী করে অবসর গ্রহণ করা প্রবীণ নাগরিক তথা অবসরপ্রাপ্ত ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মী ও অফিসারদের আয়কর সংক্রান্ত অত্যন্ত আইনবিরুদ্ধ ও অমানবিক এক নোটিশ  ইস্যু করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। এই নোটিশ ইস্যু করে ম্যানেজমেন্ট তাদের অপরিনত পরিচালনার পরিচয় দিয়েছে।
এই অবাঞ্ছিত নোটিশের জবাব না দেওয়ায় অবসরপ্রাপ্তদের ফেব্রুয়ারি মাসের পেনসান কর্তৃপক্ষ প্রদান করে নি। আয়কর নিয়মানুযায়ী ৬০ বছর বা তার বেশি বয়স্কদের আয়কর প্রদানের হিসেব নিজেরাই আয়কর দপ্তরে দাখিল করেন জুন জুলাই মাসে। কর্তৃপক্ষকে কোনো প্রকার হিসেব প্রদান করতে হয় না বা প্রয়োজন নেই। এইটাই প্রবীণ নাগরিকদের জন্য আয়করের বিধান।কিন্ত গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ পেনসানের ও পেনসান সংক্রান্ত হিসাব কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়নি এই অজুহাতে অবসরপ্রাপ্তদের সময়মত পেনসান প্রদান করে নি। আইন আছে সময়ে পেনসান প্রদান না করলে কর্তৃপক্ষকে জরিমানাও দিতে হয়। আসলে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার সহ পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক থেকে ডেপুটেশনে আগত অফিসারগণ গ্রামীণ ব্যাংকের বর্তমান কর্মী,অফিসার ও অবসরপ্রাপ্তদের মানুষ বলে সন্মান করতে কুণ্ঠাবোধ করে। যাচ্ছেতাই ব্যাবহার করছে প্রতিনিয়ত। অথচ এরা গ্রামীণ ব্যাংকের কোটি কোটি টাকা প্রতি মাসে বিভিন্ন ভাবে পকেটে পুরছে। বেতন ভাতা,গাড়ি,বাড়ি ভাড়া, নিজের রাজ্যের বাড়িতে যাওয়া আসার বিমান ভাড়া, বিভিন্ন রাজ্যে বিভিন্ন অজুহাতে বেড়াতে যাওয়ার বিমান ভাড়া,রাজকীয় কায়দায় জীবন যাপন ইত্যাদি সব ব্যাংকের খরচে হচ্ছে মাসের পর মাস । ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে যোগ্য অফিসার থাকা সত্বেও পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের অকর্মণ্য অফিসারদের ডেপুটেশনে এনে গ্রামীণ ব্যাংকের স্বাস্থ্য দিন দিন খারাপ করছে ব্যাংকের চেয়ারম্যান। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তরা আজ অব্দি পেনশন না পাওয়ার কারনে  ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সোমবার

বিক্ষোভ প্রদর্শন করেন। অবসরপ্রাপ্তরা এই হিটলারি কর্তৃপক্ষের তুঘলকি কার্যকলাপের জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপ প্রার্থনা করছে, কারন রাজ্য সরকারও ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এক শেয়ার হোল্ডার।