ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট।


newsagartala24.com Images

আগরতলা, Mar 17, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন এর পরিচালনায় সোমবার থেকে শুরু হল ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল প্রতিযোগিতা। বলে কিক করে প্রতিযোগিতার উদ্বোধন করেন অলিম্পিয়ান দীপা কর্মকার। এর আগে উদ্বোধনী ভাষণে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গঙ্গাপ্রসাদ প্রসেইন খেলাধুলায় জয় পরাজয় বিভিন্ন দিক ব্যাখ্যা করে সবাইকে খেলোয়াড়-সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহ্বান রাখেন। উপাচার্য আরো বলেন প্রতিবছর এই টুর্নামেন্টকে ঘিরে যে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার জোয়ার বাড়ছে তা প্রমাণ করে আয়োজক কমিটির সাফল্য। তার জন্য তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ বক্তা অলিম্পিয়ান দীপা কর্মকার বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সে।তার  কাছে এই দিনটি অত্যন্ত গৌরবের এই টুর্নামেন্টে অতিথি হিসাবে আসতে পেরে। বিশ্ববিদ্যালয়ে ফুটবল বেশ জনপ্রিয় একটি খেলা , তার সাথে সাথে অন্যান্য খেলায়ও বেশি করে অংশগ্রহণ করার জন্য উপস্থিত ছাত্র-ছাত্রীদের কাছে আহ্বান রাখেন দিপা।

 মাঠে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা দেখে দীপা সত্যি রোমাঞ্চিত। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ড এবং ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের কর্মকাণ্ডের ভুয়সী  প্রশংসা ও করলো দীপা। ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন এর তরফ থেকে অলিম্পিয়ান দীপা কর্মকার ও  ভারতী নিগমকে সংবর্ধিত করা হয়। উপাচার্য তাদের হাতে মানপত্র তুলে দেন। স্বাগত ভাষণ রাখেন ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট হেড প্রফেসর সুদীপ দাস। স্পোর্টস বোর্ড সচিব প্রফেসর প্রশান্ত কুমার দাস সহ আরো অনেক অধ্যাপক ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।