ত্রিপুরার কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড অফিস প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন করলো বাম ছাত্র যুব সংগঠন


newsagartala24.com Images

আগরতলা, May 02, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাংক এর নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা দেওয়ার জন্য আসাম রাজ্যে যাওয়া রাজ্যের বহু ছাত্র-ছাত্রী দুর্ঘটনার কবলে পড়েছে।

যার মধ্যে একজনের মৃত্যু এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে খবর। আর এই বিষয়টি সামনে রেখে বৃহস্পতিবার আগরতলার ত্রিপুরার কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এর অফিস প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন করলো বাম ছাত্র যুব সংগঠন ডিওআইএফআই। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন এই দুর্ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারে না রাজ্য সরকার এবং ব্যাংক কর্তৃপক্ষ। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার যারা বরাবর ডিজিটাল ইন্ডিয়ার প্রচার করে থাকে সেই সরকার থাকা সত্ত্বেও রাজ্যের ছাত্র-ছাত্রীদের এই রাজ্যে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারেনি তারা আর এর ব্যর্থতা নিঃসন্দেহে সরকারের। তাই তারা দাবী জানান অবিলম্বে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়ভার যেন সরকার বহন করে।