দক্ষিণ আফ্রিকায় পাঁচ দেশের জোট ব্রিকসের পঞ্চদশ শীর্ষ সম্মেলন


newsagartala24.com Images

আগরতলা, Aug 24, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


বিশ্ব অর্থনীতির এক–চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী দেশগুলোর জোট ব্রিকসের বার্ষিক এ সম্মেলনে যোগ দিতে সোমবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছান শি। সূচি অনুযায়ী মঙ্গলবার জোটের বাণিজ্য ফোরামে ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি তারও বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু চীনের নেতা এই অনুষ্ঠানে উপস্থিত হননি।

বেইজিংয়ের পক্ষ থেকে কোনো ঘোষণা বা ব্যাখ্যাও দেওয়া হয়নি। খবর বিডিনিউজের।শি–র বদলে ফোরামে তার লিখিত বিবৃতি পড়ে শোনান চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং। এই বিবৃতিতে শি বিশ্বকে ‘নতুন স্নায়ু যুদ্ধের অতল গহ্বরে’ ঘুমন্ত অবস্থায় হাঁটা এড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, কিছু দেশ তাদের আধিপত্য ধরে রাখায় অলীক চিন্তায় আচ্ছন্ন, তারা উদীয়মান বাজারগুলিকে ও উন্নয়নশীল দেশগুলোকে পঙ্গু করার চেষ্টায় ভিন্ন পথ ধরেছে। যারাই দ্রুত উন্নতি করছে তারাই তাদের দমনের লক্ষ্য হচ্ছে। যারাই এগিয়ে যাচ্ছে তারাই তাদের বাধার মুখে পড়ছে।