দারুণভাবে গ্যাংটক এ সম্পন্ন হলো অষ্টম যুব উৎসব


newsagartala24.com Images

আগরতলা, Mar 20, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


 ব্যাপক উৎসাহে সম্পন্ন হলো গ্যাংটকে অষ্টম উত্তর পূর্বাঞ্চলীয় যুব উৎসবের। বৃহস্পতিবার ছিলো উৎসবের শেষ দিন। সমাপ্তি অনুষ্ঠানে ময়দানে উপস্থিত ছিলেন গ্যাংটকের ক্রীড়ামন্ত্রী রাজু বাসনেট সহ অন্যান্য অতিথিরা। ক্লোজিং সিরোমনিতে প্রত্যেক রাজ্যের শিল্পীরাই তাদের শিল্পের নিদর্শন তুলে ধরলো। পিছিয়ে রইলো না ত্রিপুরার শিল্পীরা ও। ত্রিপুরার শিল্পীরা প্রদর্শন করলেন থাংথা। মনিপুর ,মিজোরাম, নাগাল্যান্ড সহ অন্যান্য রাজ্যের শিল্পীদের শিল্পায়ন দেখে মুগধ হয়ে গেলেন মাঠে উপস্থিত প্রত্যেকেই। ত্রিপুরা দলের সিনিয়র তথা অভিজ্ঞ রক ক্লাইমবার প্রণব অখন্ড প্রতিটি মুহূর্তে উৎসাহ জুগিয়ে গেলেন রাজ্যদলের শিল্পীদের। এককথায় কালারফুল ভাবেই সম্পন্ন হলো অষ্টম যুব উৎসবের। একাঙ্ক নাটকের ত্রিপুরা দল তৃতীয় স্থান অর্জন করল ত্রিপুরা দলের হাতে কুড়ি হাজার টাকার আর্থিক সম্মানসহ মানপত্র এবং মারক তুলে দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং