দিল্লি বিধানসভার অধিবেশন উত্তাল
আগরতলা, Aug 17, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
অধিবেশনের শুরুতেই (BJP) বিধায়ক মোহন সিং বিস্ত দাবি করেন, মণিপুর ইস্যু নিয়ে কারওর কোনও মাথাব্যথা নেই। পালটা দিয়ে অধিবেশন স্লোগানিং শুরু করেন আপ (AAP) বিধায়করা। ধুন্ধুমার বেঁধে যায় দিল্লি বিধানসভায়।4 BJP বিধায়ককে মার্শাল ব্যবহার করে সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয়। দিনের শেষে অধিবেশন (Delhi Assembly) চলাকালীন মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মণিপুর ইস্যুতে আলোচনার দাবিতে নোটিস দিয়েছিলেন আপ বিধায়ক দুর্গেশ পাঠক মণিপুর ইস্যুতে সত্যিই কি আলোচনার প্রয়োজন নেই? শেষ পর্যন্ত চার বিজেপি বিধায়ককে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়। তারপর ফের শুরু হয় বিধানসভার অধিবেশন। সেই সময়েই মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধে ভাষণ দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।