দিল্লিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা, শুভারম্ভ করলেন উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা
Agartala, Nov 28, 2023, ওয়েব ডেস্ক থেকে
নয়াদিল্লি, ২৮ নভেম্বর : রাজধানী দিল্লিতে মঙ্গলবার শুরু হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। দিল্লির সাংসদ ও ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এই যাত্রার সূচনা করেছেন। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপ-রাজ্যপাল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের মতো বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। তিনি বলেন, এই যাত্রার উদ্দেশ্য হল কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু হওয়া বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।
এই যাত্রার অধীনে সুসজ্জিত ভ্যানগুলি দিল্লির ১১টি জেলায় যাত্রা করবে এবং ৬০০টিরও বেশি স্থানে পৌঁছবে। এদিনের অনুষ্ঠানে লেফটেন্যান্ট গভর্নর-সহ দিল্লির সাংসদ এবং ঊর্ধ্বতন আধিকারিকরা বিকশিত ভারত সংকল্প প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন। প্রসঙ্গত, চলতি মাসের ১৫ তারিখে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।