দিল্লির দরবারে আমন্ত্রণপত্র পাঠাল পাকিস্তান, কারণ বহুপাক্ষিক বৈঠক, মোদীর এড়ানোর সম্ভাবনাই প্রবল


newsagartala24.com Images

New Delhi, Aug 29, 2024, ওয়েব ডেস্ক থেকে


অক্টোবরে শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও)-র সদস্য দেশগুলির বৈঠক রয়েছে। এসসিও-র এ বারের শীর্ষ সম্মেলন আয়োজিত হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বহুপাক্ষিক ওই সম্মেলনের জন্য পাকিস্তান থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দিল্লি থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো না হলেও, কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা পাকিস্তানের এই আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার সম্ভাবনাই প্রবল।

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ় জ়াহরা বালোচ জানিয়েছেন, ১৫-১৬ অক্টোবর এসসিও সদস্য রাষ্ট্রগুলির বৈঠক হবে। প্রত্যেক দেশের রাষ্ট্রনেতাকে ওই সম্মেলনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মোদীকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে দাবি করেছেন বালোচ। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছেন, বেশ কিছু দেশ ইতিমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করেছে। কোন কোন দেশ নিশ্চিত করেছে, তা পরবর্তী সময়ে জানানো হবে।