দিল্লির বাতাস আরও ‘খারাপ’, ঘন ধোঁয়াশার চাদরে ঢাকল জাতীয় রাজধানী


newsagartala24.com Images

Agartala, Nov 14, 2023, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ১৪ নভেম্বর : দীপাবলির পরের দিন দিল্লি-সহ জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সোমবারের পর মঙ্গলবারও দিল্লি-সহ জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান খারাপ পর্যায়ে ছিল। ভোর থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির বাতাবরণ। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অনুসারে, মঙ্গলবার দিল্লিজুড়ে বাতাসের গুণগতমান ‘গুরুতর’ বিভাগে ছিল। আর কে পুরমে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪১৭, পাঞ্জাবি বাগে ৪১০, আইটিও-তে ৪৩০ এবং জাহাঙ্গীরপুরীতে ৪২৮।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অনুসারে উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাতাসের গুণমানও ‘খুবই খারাপ’ বিভাগে ছিল। এদিন বিষাক্ত কুয়াশায় ছেয়ে যায় দিল্লি। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এমনই খারাপ পরিস্থিতি থাকবে। উল্লেখ্য, ২০১ থেকে ৩০০-র মধ্যে সূচক থাকলে, তা খারাপ বলে বিবেচনা করা হয়। ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০, অতি বিপজ্জনক বলে সূচিত করা হয়েছে।