দুর্নীতি মামলায় প্রফুল্ল প্যাটেলকে ‘ক্লিনচিট’ সিবিআইয়ের


newsagartala24.com Images

Agartala, Mar 29, 2024, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ২৯ মার্চ (হি. স.): মহারাষ্ট্রের এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেলকে দুর্নীতির মামলায় ক্লিনচিট দিল সিবিআই। বিরোধীদের অভিযোগ, এন়ডিএ জোটে যোগ দেওয়ার পুরস্কার পেলেন প্রফুল্ল।

ইউপিএ আমলে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী ছিলেন প্রফুল্ল প্যাটেল। তাঁর বিরুদ্ধে তৎকালীন সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার লাভজনক রুট বেসরকারি হাতে তুলে দেওয়া এবং বিশেষ এজেন্সি মারফত বিমান কেনার বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে মামলা ঠুকেছিল সিবিআই। সেই মামলার সূত্র ধরে তদন্তে নামে ইডিও। গত ১৯ মার্চ সিবিআই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে প্রফুল্লকে ক্লিনচিট দিয়ে নথিপত্র জমা করে। মনে করা হচ্ছে, মূল মামলায় সিবিআই ক্লিনচিট দিয়ে দেওয়ায় এখন ইডির মামলা প্রত্যাহার সময়ের অপেক্ষামাত্র।

উল্লেখ্য, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পওয়ারের সঙ্গে ‘বিদ্রোহ’ ঘোষণা করে মাস কয়েক আগেই এন়ডিএ জোটে শামিল হয়েছিলেন প্রফুল্ল পটেল।