দেড় লাখের ব্যবধানে জয়ী নরেন্দ্র মোদী, দুই আসন থেকেই ৩ লাখ ভোটে জিতল রাহুল গান্ধী


newsagartala24.com Images

Agartala, Jun 04, 2024, ওয়েব ডেস্ক থেকে


নয়া দিল্লি: ভোট দিয়েছে দেশের মানুষ। আজ সেই পরীক্ষার ফল প্রকাশ। লোকসভা নির্বাচনে যে বড় মুখগুলির দিকে সকলের নজর ছিল, তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী। নিজের কেন্দ্র বারাণসী থেকেই লড়েছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi), অন্যদিকে ওয়েনাড ও রায়বরেলী- জোড়া আসনে লড়ছেন রাহুল (Rahul Gandhi)। এবং দুই হেভিওয়েট নেতাই নিজেদের কেন্দ্র থেকে জিতছেন। 

গণনার ৯ ঘণ্টা পর দেখা যায়, বারাণসী কেন্দ্রে ৬,১২,৯৭০ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী। কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের থেকে তিনি ১,৫৮,৫১৩ ভোটে জিতলেন তিনি।

মোদী জয়ী। তবে ২০১৯ সালের নির্বাচনে তাঁর প্রাপ্ত ভোটের তুলনায় এবার ভোটের মার্জিন কমেছে। গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদী পেয়েছিলেন ৬ লক্ষ ৭৪ হাজার ৬৬৪ ভোটে। ৬৩.৬২ শতাংশ ভোটে সমাজবাদী পার্টির শালীনী যাদবকে হারিয়েছিলেন তিনি।

অন্যদিকে, রাহুল গান্ধীর ভোটের ফল কিন্তু গতবারের তুলনায় ভাল। ওয়েনাড ও রায়বরেলী- দুই আসন থেকেই জিতছেন কংগ্রেসের বিদায়ী সাংসদ। ওয়েনাড কেন্দ্র থেকে  ৬,৪৭,৪৪৫ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।সিপিআই প্রার্থী অ্যানি রাজার থেকে   ৩,৬৪,৪২২ ভোটে এগিয়ে তিনি।  

রায়বরেলীতে ৬,৮৪,৫৯৮ ভোটে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংয়ের সঙ্গে তাঁর ব্যবধান ৩,৮৮,৭৪২ ভোট। সনিয়া গান্ধীর রেকর্ডও ভেঙে দিচ্ছেন রাহুল।