দ্বিতীয় দফায় কাশ্মীরে ভোট পড়ল ৫৪ শতাংশ! ‘গণতন্ত্রের জয়’ দেখছেন নির্বাচন কমিশনার রাজীব


newsagartala24.com Images

Jammu, Sep 25, 2024, ওয়েব ডেস্ক থেকে


জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফাতেও ৫০ শতাংশের বেশি ভোট পড়ল। নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার বিকেল ৫টা পর্যন্ত জম্মু ও কাশ্মীরের ছ’টি জেলার ২৬টি বিধানসভা কেন্দ্রে মোট ৫৪ শতাংশ ভোট পড়েছে। যদিও প্রথম দফার চেয়ে তা কম। প্রথম দফায় জম্মু ও কাশ্মীরে ৬১ শতাংশের বেশি ভোট পড়েছিল। কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে রইসি জেলায়। ওই জেলায় মোট ভোটের হার ৭১.৮১ শতাংশ। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে কম ভোট পড়েছে শ্রীনগরে, ২৭.৩১ শতাংশ।