দ্বিমুকুট জয়ের লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত ফরওয়ার্ড ক্লাব।


newsagartala24.com Images

আগরতলা, Aug 11, 2023, ওয়েব ডেস্ক থেকে


দ্বিমুকুট জয়ের লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত ফরওয়ার্ড ক্লাব। সিনটেক্স হিরো টাইটেল স্পন্সরার। সঙ্গে রয়েছে এম এল প্লাজা। এবার সিনটেক্স হিরোর ব্রেন্ড জার্সি  গায়ে চাপিয়ে উমাকান্ত ময়দানে নামতে চলেছে ফুটবল অন্ত প্রাণ ফরওয়ার্ড ক্লাব। সামনে টি এফ এ পরিচালিত রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্ট। এরপরই এ ডিভিশন ফুটবল টুর্নামেন্ট। দুটো আসরকে পাখির চোখ করেই মাঠে নামতে প্রস্তুত ফরওয়ার্ড ক্লাব।

শুক্রবার ক্লাবের জার্সি স্পন্সর হলো। এতে উপস্থিত ছিলেন সিনটেক্স হিরোর কর্মধার দীপক শর্মা, ক্লাবের সচিব পার্থ সারথি গুপ্ত, সিনটেক্স আগরতলা শাখার কর্নধার বাসু চৌধুরী সহ ক্লাবের প্রতিনিধিরা। রাখাল শিল্ড ও এ ডিভিশন নিয়ে ক্লাবের অভিমত তুলে ধরলেন সচিব পার্থ সারথি গুপ্ত। এবছর ফরওয়ার্ড ক্লাবে মণিপুরের ফুটবলার রয়েছে ১০ জন। মিজোরামের রয়েছে ১ জন। বাকি সব লোকাল।

দলের বাজেট ২২ লক্ষ টাকা। সিনটেক্স হিরোর এরিয়া ম্যানেজার দীপক শর্মা ও দলকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন। এদের মতো স্পনসর আছে বলেই এখনো রাজ্যে ফুটবলটা অনেকটা কালারফুল।  দলে অধিনায়কের দায়িত্বে রতন কিশোর জমাতিয়া, কোচের দায়িত্তে ছিলেন সুভাষ বোস। মাঠে ভালো খেলা উপহার দেয়াই মূল টার্গেট ফরওয়ার্ড ক্লাবের বলেই জানালেন ক্লাবের প্রতিনিধিরা।