নয়াদিল্লিতে জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় ত্রিপুরার পদক।।।।


newsagartala24.com Images

আগরতলা, Aug 05, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


নয়াদিল্লিতে জাতীয় ক্যারাটে
প্রতিযোগিতায় ত্রিপুরার পদক।।।।
 নয়াদিল্লিতে জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় ত্রিপুরা দলের খেলোয়াড়রা দারুন সাফল্য পেয়েছে। গত  ২ থেকে ৪ আগস্ট  পর্যন্ত নিউ দিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো অল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪। এখানে উল্লেখ্য এই প্রতিযোগিতা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন অর্থাৎ কে আই ও দ্বারা অনুমোদিত l উক্ত ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন-ই বর্তমানে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন দ্বারা স্বীকৃতি প্রাপ্ত একমাত্র সর্বভারতীয় পর্যায়ের ক্যারাটে খেলার প্রকৃত জাতীয় সংস্থা।উক্ত ন্যাশনাল ক্যারাটে  চ্যাম্পিয়নশিপ এ ত্রিপুরা থেকে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা এসোসিয়েশন-এর উদ্যোগে ১২ জন প্রতিযোগী ও  প্রতিযোগিনী অংশগ্রহণ করে ও দুর্ধর্ষ লড়াই করে রাজ্যের জন্য ২ টি ব্রোন্জ পদক অর্জন করে ।

 

পদকজয়ী খেলোয়াড়েরা  হলো: সাব জুনিয়র বালকদের বিভাগে আদ্রি রায় ভট্টাচার্য, জুনিয়র বালিকাদের বিভাগে প্রিয়াঙ্কা দেবনাথ। রাজ্য ক্যারাটে দলের এই সাফল্যে সারারাজ্যের ক্যারাটে খেলোয়াড় ও অভিভাবকদের মনে খুশির হাওয়া বইছে l এই সাফল্যের নিরিখে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা এসোসিয়েশন-এর পক্ষথেকে পদকজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে