নর্থ ইস্ট অলিম্পিক গেমসের লক্ষ্যে আজ রওনা হবে ১০ ইভেন্টে  রাজ্যদল


newsagartala24.com Images

আগরতলা, Mar 15, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


নর্থ ইস্ট অলিম্পিক গেমসের লক্ষ্যে আজ রওনা হবে ১০ ইভেন্টে  রাজ্যদল।।।।
তৃতীয় নর্থ ইস্ট অলিম্পিকের আসর এবার হবে নাগাল্যান্ডে। আগামী ১৮ থেকে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে এই আসর।

এতে ১০ টি ইভেন্টে অংশগ্রহণ করবে রাজ্যদল। মোট খেলোয়াড়ের সংখ্যা ১২৬ জন। এর মধ্যে পুরুষ ৯৫, মহিলা ৩১ জন। অফিসিয়াল ২৫ জন। সব মিলিয়ে ১৫১ জন। এবারই প্রথম এত বড় মানের দল অংশগ্রহণ করবে নর্থ ইস্ট অলিম্পিক গেমসে। শুক্রবার এন এস আরসিসিতে এক সাংবাদিক বৈঠক করে সব কটি ইভেন্টে রাজ্যদল নিজেদের সেরাটাই তুলে ধরবে বলে আশা ব্যক্ত করলেন ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ। এই আসরে ত্রিপুরা দলের হয়ে সেভ দ্য মিশন হিসেবে যাবেন রাজ্য অলিম্পিক সংস্থার চ্যায়ারমেন রতন সাহা।ডেপুটি সেভ দ্য মিশন হিসেবে যাবেন তপন ভট্টাচার্য। ক্রীড়া সাংবাদিক হিসেবে যাবেন সুপ্রভাত দেবনাথ। লিয়াসন অফিসার হিসেবে যাবেন আশিস ভট্টাচার্য।  ফিজিও হিসেবে রাজ্য দলের সাথে যাবেন অংশুমান দাশগুপ্ত ও দীপিকা দাস গুপ্ত। ১৬ মার্চ অর্থাৎ শনিবার সকাল ৫টায় বাধারঘাট রেলস্টেশন থেকে রওনা দেবে রাজ্যদল। পুরো বিষয় মিডিয়ার সামনে স্পস্ট করে বলে দিলেন সচিব সুকান্ত ঘোষ