নেপালে নিষিদ্ধ পাঁচ লাখের বেশি ওয়েবসাইট
Agartala, Dec 03, 2023, ওয়েব ডেস্ক থেকে
কাঠমান্ডু, ৩ ডিসেম্বর : পাঁচ লাখের বেশি ওয়েবসাইট নিষিদ্ধ করেছে নেপাল সরকার । এর মধ্যে রয়েছে ডেটিং, অনলাইন গেমিং, অনলাইন জুয়া এবং পর্ণ সাইটগুলি যেগুলো সরকারি বিভাগে তালিকাভুক্ত নয়৷ নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি এসব সাইট বন্ধের তথ্য দিয়েছে।
কর্তৃপক্ষের পরিচালক বিজয় কুমার রাই জানান, দেশের আইন ও সরকারের নির্দেশ না মানা ওয়েবসাইটগুলি বন্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সবচেয়ে অশ্লীল বিষয়বস্তু দেখানো পর্ণ সাইট। তাদের সংখ্যা পঞ্চাশ হাজারের বেশি।
তিনি বলেন, নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক এবং সেন্ট্রাল রিসার্চ ব্যুরোর সুপারিশে এক লাখেরও বেশি অনলাইন জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। এর মধ্যে, পাবজি গেম সহ চিন থেকে পরিচালিত বেশিরভাগ ওয়েবসাইট রয়েছে। এর বাইরে নেপাল প্রেস কাউন্সিলের সুপারিশে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি ১০০ টিরও বেশি নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে।